অ্যাডসেন্সের মাধ্যমে আয় - MAA TECHNICAL COMPUTER TRAINING CENTER

Explore of your Self-employment .................................................................................................................................. ( It is an Ideal Computer Training Center.)

Friday, April 24, 2015

অ্যাডসেন্সের মাধ্যমে আয়



ব্লগ থেকে আয়ের অন্যতম মাধ্যম হলো গুগল অ্যাডসেন্সবিশ্বব্যাপী লাখ লাখ ওয়েব মাস্টার অ্যাডসেন্সের মাধ্যমে আয় করছেনতাদের মধ্যে অনেকেই সফল এবং আয়ের পরিমান ভালো
তাদের সফলতার পেছনে রয়েছে বেশি কিছু কৌশল

এ ক্ষেত্রে সফলরা গুগল অ্যাডসেন্স থেকে আয়ের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়ে থাকেনতাদের মতে, এগুলো মানলে  ভালো আয় করা সম্ভব
 গুগল অ্যাডসেন্সের আয় বাড়াতে এমনই কিছু বিষয় নিয়ে এ প্রতিবেদনএগুলো মেনে চললে একদিকে আয়ের পরিমান যেমন বাড়বে, তেমনি অ্যাডসেন্স বাতিল হওয়ারও সম্ভবনা কমে যাবেকারণ অ্যাডসেন্স বাতিল হওয়ার বিষয়টিও পাবলিশারদের ভাবিয়ে তোলে
 ১. এমন বিষয় নিয়ে ওয়েবসাইট করবেন, যে বিষয়ে আপনার আগ্রহ এবং খুব ভালো জানাশোনা রয়েছে
 ২. রাজস্ব বাড়াতে একাধিক ওয়েবসাইট নিয়ে কাজ করুন, প্রতি সাইটে একটি নিশ (নির্দিষ্ট বিষয়) নিয়ে লিখুন
 ৩. গুগল চায় ভালো মানের ইউনিক কনটেন্ট, যা সার্চে ভালো পজিশনে থাকবেতাই বিষয়টিতে নজর দিতে হবে
 ৪. গুগল সাপোর্ট করে না এমন সব ভাষায় লেখা সাইটে অ্যাড বসানো থেকে বিরত থাকুন। (যেমন, বাংলা ভাষার সাইটে অ্যাড বসাবেন নাযদিও শিগগির বাংলা সাইট গুগল অ্যাডসেন্স সমর্থন করবে বলে ঘোষণা দেওয়া হয়েছেবিষয়টি চালু না হওয়া পর্যন্ত বাংলা সাইটে অ্যাডসেন্স ব্যবহার থেকে বিরত থাকুন।)
 ৫. হাই পেয়িং কিওয়ার্ড টার্গেট না করে, ব্লগে কোয়ালিটি কনটেন্টের দিকে জোর দিনকিওয়ার্ড টার্গেট করে ও কনটেন্ট ডেভেলপ করে নিয়মিত সাইটকে আপডেট রাখার চেষ্টা করুন
 ৬. অ্যাডের কোড পরিবর্তন করার চেষ্টা করবেন নাযদি পরিবর্তন করতেই হয়, তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে পরিবর্তন করুন
 ৭. ছবির সঙ্গে বা পাশাপাশি গুগলের অ্যাড কখনই বসাবেন নাএতে ভিজিটর বিভ্রান্তিতে পড়ে আর এটা গুগল কখনো সাপোর্ট করে না, যা অ্যাডসেন্স ব্যান হওয়ার কারণ হতে পারে
 ৮. সাইটের সঙ্গে মানানসইভাবে অ্যাড বসানভিসিটরকে বিভিন্ন লেখার (Click here, Click this) মাধ্যমে বিজ্ঞাপনে ক্লিক করতে অনুপ্রাণিত করবেন না
 ৯. নিয়মিত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভালভাবে চেক করবেনহঠা করে কেন আপনার ব্লগে ক্লিক বেড়ে গেল তা চেক করবেনঅসঙ্গতি লক্ষ্য করলে সাথে সাথে সেটি অ্যাডসেন্স কর্তৃপক্ষকে জানানআর তখন আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে
 ১০. অ্যাডসেন্স সচল থাকা স্বত্ত্বেও আরেকটি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না এতে বর্তমান অ্যাকাউন্টটি নিষিদ্ধ হয়ে যেতে পারেকেননা গুগল কখনও মাল্টি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেয় না

লোগো, ওয়েব টেমপ্লেট, ফটো ইত্যাদি বিক্রির শীর্ষ ওয়েবসাইটগুলো

৫টিআয়ের ট্রেন্ড

নতুন অডেস্কারদের জন্য

Online Income

How to earn money from Facebook

কম্পিউটার টিপস /ট্রিক্স 13▬Computer tips & tricks bangla

No comments: