সরিষাবাড়ী পৌরসভার মেয়র ৫৩ ঘন্টা পর উদ্ধার
সরিষাবাড়ী
(জামালপুর)সংবাদাতাঃ গত ২৫ সেপ্টেম্বর তার উত্তরা বাসা নিকটবর্তী পার্ক হতে নিখোজ
হওয়ার ৫৩ ঘন্টা পর উদ্ধার।
জানা
যায়, সিলেট মৌওলবীবাজার শ্রীমঙ্গলে হাত-পা বাধা
অবস্থায় চা বাগানের পার্শ্ববর্তী খাদ থেকে চা বাগানের গার্ডট তাহাকে জীবিত অবস্থায়
উদ্ধার করেন এবং শ্রীমঙ্গলের অসি তার থানা হেফাজতে চিকিৎসাধীন রাখেন। মৌওলবীবাজার শ্রীমঙ্গলে থানা অসি
সরিষাবাড়ী অসি মোঃ রেজাউল ইসলাম খানকে জানান। তাৎক্ষনিক সরিষাবাড়ী
অসি মোঃ রেজাউল ইসলাম খান দলীয় নেতা কর্মী, পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক ভাইদেরেক
বিষয়টি অবগত করেন।
No comments:
Post a Comment