অনলাইনে বাড়ি বসে আয় করার হাজার উপায় আছে৷বাড়িতে বসেই আপনি এই টাকা উপার্জন করতে পারেন৷ বাড়ি বসে টাকা উপার্জন করার মাধ্যমগুলির মধ্যে একটি হলো ইউটিউবে ভিডিও আপলোড করা৷ আপনিও খুব সহজেই ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারেন৷ আজ আমরা আপনাকে জানানো সেই টাকা উপার্জনের উপায়৷ জেনে নিন কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা উপার্জন করবেন৷
আপনি ভিডিও তৈরির জন্য দুটি পথ অবলম্বন করতে পারেন৷ প্রথমটা হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করুন৷ আর আপনার যদি কোনো ভিডিও ক্যামেরা না থাকে তাহলে আপনি এক্ষেত্রে আপনি কম্পিউটারের সাহায্য নিতে পারেন৷ কম্পিউটারে বিভিন্ন ভিডিও ডাউনলোড করে, তা এডিটিংয়ের মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতেই পারেন৷
তবে ভিডিও তৈরির আগে একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো আপনার এই ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালোমানের হতে হবে৷ তারপর ইউটিউবে একটি চ্যানেল তৈরি করে আপনার ভিডিওকে সেই চ্যানেলে আপলোড করে দিন৷ যদি আপনি আপনার চ্যানেলটিকে টিউটোরিয়ালের নির্ভর করতে চান তবে আপনি এখানে ভিডিও টিউটোরিয়ালই আপলোড করতে হবে৷
একটা কথা মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড করবেন, তখন অবশ্যই আপনার কি-ওয়ার্ডগুলিকেও দিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ভিডিও এর ডেসক্রিপশনটাও দিয়ে দেবেন৷ এবার আপনার আপলোড করা ভিডিও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন৷ কারণ শুধু ভিডিও আপলোড করে দিলেই হবে না জনপ্রিয় হতে হবে৷ আপনার ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন: ফেসবুক, টুইটার, গুগল প্লাস, হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল নেটওয়াকিং সাইটে শেয়ার করুন৷ আপনার ভিডিও বা চ্যালেনটি জনপ্রিয় হলে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আপনার তৈরি এই চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাইবেন৷ আর এই বিজ্ঞাপন সংস্থার মাধ্যমেই আপনি পাবেন মোটা টাকা৷ এভাবেই আপনি ঘরে বসে উপার্জন করতে পারেন। |
Saturday, April 25, 2015
ইউটিউব থেকে টাকা আয় করবেন যেভাবে
Tags
# Computer Tips
# Online income
About saifur rahman
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of soratemplates is to provide the best quality blogger templates which are professionally designed and perfectlly seo optimized to deliver best result for your blog.
Online income
Labels:
Computer Tips,
Online income
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment